লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
খ্রীষ্টান ধর্মের বার্তাবাহক জীশু খ্রীষ্ট বা হযরত ঈসা (আঃ) আজ থেকে ২০০০ বছর আগে জন্মগ্রহন করেছেন। আর আর হযরত মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণ করেছেন ৫৭০ খ্রীষ্টব্দে। সুতরাং হযরত মুহাম্মাদ (সাঃ) এর জন্মের থেকে ৫০০ বছর আগে জীশু খ্রীষ্ট বা হযরত ঈসা (আঃ) পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আর এত বছর আগে থেকে খ্রীষ্টান ধর্মগ্রন্থ বাইবেলে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে। যেমন, বাইবেলে জীশু খ্রীষ্ট বা হযরত ঈসা (আঃ)বলেছেন,
“I will pray the Father and he shall give you another Comforter that he may abide with you for ever.” (John 14-10)
অর্থাৎ আমি আমার স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করব এবং তিনি তোমাদের জন্য একজন ‘শান্তিদাতা’ প্রেরণ করবেন। তিনি যেন তোমাদের সঙ্গে চিরকাল থাকতে পারেন।
“It is expedient for you that I go away I go not away the comforter will not come unto you,” (John 19-7)
অর্থাৎ আমার উচিৎ যে আমি তোমাদের মঙ্গলের জন্য চলে যাই, কারণ আমি না গেলে সে ‘শান্তিদাতা’ আসবেন না।
“When he is come he will reprove the world of sin, and of rightousness and of Judgement.” (John 16-8)
অর্থাৎ এবং তিনি এসে বিশ্বজগৎকে পাপ থেকে উদ্ধার করবেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করবেন।
“I have yet many things to say unto you, But ye cannot bear them now.” (John 16-12)
অর্থাৎ এখন তোমাদের কাছে আমার বহু কথা বলার ছিল কিন্তু তোমরা সে সব এখন হ্রদয়ঙ্গম করতে পারতে পারবে না।
“Howbeit when he, the sprit of truth is come, he will guide you into all truth for shall not ypeak of himself, But what saver he shall, heat that shall he Speak and he will shew you things to come.” (John 16-13)
অর্থাৎ যাইহোক সেই সত্য আত্মা যখন আসবেন তখন তিনি পূর্ণ সত্যের পথে তোমাদের পরিচালিত করবেন। কারণ তিনি নিজের তরফ থেকে কিছুই বলবেন না। তিনি যা বলবেন প্রভূর নিকট হতে শুনেই বলবেন। আর ভবিষ্যতে কি ঘটবে তার নমূনাও তিনি তোমাদেরকে দেখাবেন।