লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
অ-নামিকা প্রশ্ন করে আমায়,
“কে সেই অ-নামিকা?
যার চোখ হরিণের মত ভ্রমর কালো,
যার চাহনী সবুজ”
কি করে বোঝাব তাকে
যে এখনো বোঝে না ‘প্রতীকী’ শব্দের অর্থ,
কবিতার জটিল শব্দ চয়ন আর ব্যাঞ্জনে
সে এখনো কিংকর্তব্যবিমূঢ়,
আমি মনে মনে বলি “হায় অ-নামিকা
নিজের ব্যাপারে আমাকে প্রশ্ন করো,
তুমি এতটাই অবুঝ!”
রচমাকালঃ (30.01.2018/Wednesday)