তোমার মত বুক ভরে আজ আর
“মা” বলে ডাকেনা কেউ।
তোমার মত আজ আর নিঃস্বার্থ ভাবে
আমায় ভালবাসেনা কেউ।
আদরটি করে, ভাতটি মেখে, আজ আর
খাইয়ে দেয় না কেউ।
চোখের জল গড়াতে গড়াতে শুকিয়ে গেলেও আজ আর মুছিয়ে দেয় না কেউ।
খেয়েছি কিনা, মন ভালো আছে কিনা?
আজ আর খোঁজ নেয়না কেউ।
বাড়ি ফিরতে দেরি হলে ফোন কলে
“কোথায় আমি”?
আজ আর জানতে চায়না কেউ।
মন খারাপের দিনে ছাদে নিয়ে গিয়ে পাশে –
বসিয়ে আজ আর গল্পও বলেনা কেউ।
তোমার মত করে মনের ব্যাথা
আজ আর পড়তে পারে না কেও।
“বাবা”
ঠিক তোমার মতো করে
আজ আর ভালবাসেনা কেও।।
উৎসর্গ – ঁশ্রী মানিক চন্দ্র ঘোষ (বাবা)
রচনা কাল – ১০/৫/২১
‘নবজাগরণ’ অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর ফেসবুক পেজে লাইক করতে নিচের আইকনে ক্লিক করুন।