বৈশাখ মাস মধুমাস ছিল
যখন ছিলাম ছোট্টটি
সাদা সাদা ছাপা ফুল ফুল জামা
গা ছাপিয়ে উঠত গুটি গুটি
বিকেল বেলায় হেলায় খেলায়
সঙ্গী ছিল মেলায় মেলায়।
আম কুড়িয়ে দৌড় দিয়ে
পালানো ছিল বুক দুর দুরিয়ে
কিত- কিত, সাথে লাফান দড়ি
বুড়ির দৌড় আর রঙ চেনা
ঘুটিং নিয়ে হওয়ায় ছোড়া
জমে যেত বিকেল খানা।
গ্রীষ্মের কাল
তখনও এমন প্রখর সূর্য
গা জ্বালিয়ে ঘাম ঝরিয়ে
হারিয়ে জিনেছি সব দাবদাহে
কোথায় হারালো রঙিন সেদিন
পাবনা আর হায়, বুক চাপড়ে।
রচনা কাল: ১লা বৈশাখ, ১৪৩০
স্থান: দীঘা
‘নবজাগরণ’ অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর ফেসবুক পেজে লাইক করতে নিচের আইকনে ক্লিক করুন।