লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
ভালবাসব বললে ভালবাসা যায় না,
আর ভালবাসব না বললেও
আগন্তুক প্রেমকে কখনো আটকানো যায় না,
কোন এক মুহুর্তে যদি হৃদয়ে এসে স্পর্শ করে
ফাগুনের একগুচ্ছ বাতাস,
তার সুগন্ধে মুখরিত হয়ে ওঠে
আকাশের নগ্ন নীলিমা।
তুমি কি ভেবেছো?
তুমি শুধুমাত্র একটি অক্ষরে “না” বলে দিলে
স্তব্ধ হয়ে যাবে হৃদয়ের সব দুরন্ত উচ্ছ্বাস?
হৃৎপিণ্ডের মাঝে চেপে রাখা আগুন নির্লিপ্ত হয়ে যাবে?
যা এতকাল ধরে দাউ দাউ করে
জ্বলে ওঠার জন্য উসখুস করছিল বুকের ভেতর,
আমি জানি আমার এই আগুনের স্ফুলিঙ্গই লিখবে
একবিংশ শতাব্দীর এক জ্বলন্ত ইতিহাস।
রচনাকালঃ (02.03.2019/Sutarday)