মুহাম্মাদ আব্দুল আলিম
নীলবর্ণ হতে চাই আমি তোমার দংশনে
তোমার ফণার নীচে আশ্রয় দাও
প্রাণের সাপিনী আমার,
দুচোখ দিয়ে শুষে নাও আমার নিঃশ্বাস
এরপর ঢালো প্রতিটি বিষাক্ত ছোবলে
গাঢ় নীল অন্ধকার।
আমি সোনালি কাবিনের কবি নই যে ভীত হয়ে যাব
তোমার আহরহ দংশনের ভয়ে,
যত পারো লিখো কালো লেখা হৃদয়ে আমার,
এই নীলবর্ণ শরীর বিছিয়ে দেব তোমার আঁচলে,
চন্দ্রালোক ঢেলে তুমি শুষে নেবে জানি
আমার শরীরে জমে থাকা সব গাঢ় নীল অন্ধকার।
রচনাকালঃ (30.04.2019/Tuesday)