মুহাম্মাদ আব্দুল আলিম
তোমার ঐ মায়াবী চোখের দিকে তাকালে মনে হয়
শাদ্দাদের নির্মাণ করা সেই বিলুপ্ত
ইরাম নগরীর কৃত্রিম ভূ-স্বর্গের ধ্বংসাবশেষ,
যা অনন্তকাল ধরে মরুভূমির বালির তলায় চাপা পড়ে
হলুদ বর্ণ ধারণ করেছে,
স্তম্ভের নগরী তুমি,
তোমার ঐ শীতল দু নয়নে হাজার কৃত্রিম ভূ-স্বর্গ লুকিয়ে আছে।
রচনাকালঃ (03.03.2019/Sunday)