মুহাম্মাদ আব্দুল আলিম
মহেঞ্জোদারো সভ্যতার লাল মসৃণ মৃৎপাত্রের মত
আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছো তুমি,
চোখে মুখে রহস্যময় সামুদ্রিক নাবিকের মত
গভীর নীল জিজ্ঞাসা,
তোমার ঐ একটি চাহনীই ধ্বংস করে দিতে পারে
হাজার মায়া নগরী,
হাজার ব্যাবিলন সভ্যতা।
রচনাকালঃ (12.02.2019/Twesday)
(মাসিক কৃত্তিবাস পত্রিকায় আগস্ট ২০১৯ সংখ্যায় প্রকাশিত)