লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
নির্জন গভীর নগ্ন অন্ধকার রাতে,
আমি একাকী বসে ভাবি
স্বপ্নময়ী অ-নামিকার কথা,
শত শতাব্দী প্রাচীন ঐ ধুসর রঙের বাঁকা চাঁদের আলো
আমার কানে শুনিয়ে যায় গুলিবিদ্ধ হরিণীর আর্তনাদ,
এই নীল গভীর অন্ধকারে পেঁচার কর্কশ ধ্বনীও মনে হয়
সুমধুর কোনো ছন্দময় কবিতা।
রচনাকালঃ (08.02.2019/Friday)