লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
তোমার একটু নরম স্পর্শ,
আমাকে উপহার দিতে পারে এক সহস্র জীবন,
যোগাতে পারে হাজার প্রেমের কবিতা লেখার
অনুপম অনুপ্রেরণা,
অ-নামিকা,
তোমার ঐ উজ্জ্বল মুখের সুন্দর রঙ্গীন হাসি,
আমাকে উপহার দিতে পারে চির যৌবন,
তোমাকে নিয়ে করতে পারি রাত জেগে
অমর প্রেমের মহাকাব্যগ্রন্থ রচনা।
অ-নামিকা,
তোমার একটু নরম স্পর্শ
আমার কাছে হয়ে উঠতে পারে এক মৃতসঞ্জীবনী সুধা,
সুস্থ করে দিতে পারে হৃদয়ের সব জরাব্যাধি রোগ,
মেটাতে পারে আত্মার অভ্যন্তরে থাকা সীমাহীন ক্ষুধা।
অ-নামিকা,
তোমার ঐ নীল অন্ধকারের মত স্তব্ধ নীরব চাহনী,
আমাকে উপহার দিতে পারে এক সহস্র জীবন,
প্রতি জীবনে হাজার বছর বেঁচে থাকার অনুপ্রেরণা,
উপড়ে ফেলতে পারি
হৃদয়ের মরুভূমিতে গজিয়ে উঠা সব ক্যাকটাস
যেগুলি প্রতিমুহুর্তে আমাকে দেয় যন্ত্রণা।
রচনাকালঃ (06.02.2018/Wednesday)