লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
তোমার ঐ হরিণের মত
ভ্রমর কালো চোখের সবুজ চাহনীতে
আকাশে নীলাভ নক্ষত্রের আলো জ্বলে জ্বল জ্বল করে,
তুমি কি জানো তোমার ঐ নরম দুচোখ
আকাশের কৃষ্ণ গহ্বরের মত করছে শোষন
হাজার তারকা গভীর অন্ধকারে।
রচনাকালঃ (28.01.2019/Monday)