মুহাম্মাদ আব্দুল আলিম
তোমার দুঠোঁটে লেগে আছে বিদেশী মদের ঘ্রাণ,
মুহুর্তে মাতাল হয়েছি না করেই সে মদ্যপান।
সদ্যজাত কচি হরিণ ছানাকে ছিঁড়ে খাওয়া বাঘিনীর মতো
এখনো লেগে রয়েছে তোমার দুঠোঁটে তাজা রক্তের প্রলেপ,
কি জানি ছিঁড়ে খাবে আরো কত নিষ্পাপ হরিণের প্রাণ।
আমি অনুভব করি এই শীতের স্তব্ধ নীরব নিঝুম রাতে,
গ্রীক সাম্রাজ্যের সময় শতাব্দী প্রাচীন শিলালিপিতে লেখা
বিলুপ্ত ইতিহাসের মত তোমার ঠোঁটের ঘ্রাণ,
কি জানি ছিঁড়ে খাবে আরো কত নিষ্পাপ হরিণের প্রাণ।
রচনাকালঃ (15.02.2019/Friday)