লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
আমাদের ভারতের মিডিয়ার একটি জঘন্য কারনামা দেখুন। বেশ কয়েকদিন আগে তবলিগী জামাআতের উপর অভিযোগ করে আমাদের ভারতের বেশ কয়েকটি মেইন স্ট্রীম মিডিয়ায় টেলিকাস্ট করা হয় যে জামাআতীরা নাকি নগ্ন হয়ে হাসপাতালে ঘুরছিলেন এবং নার্সদেরকে উত্তপ্ত করছিলেন। তাঁরা তাঁদের দাবীর পক্ষে যে ভিডিওটি শেয়ার করেছিলেন তার লিঙ্ক নিচে দেওয়া হল।
লিঙ্কঃ
অথচ এই ভিডিওটি ২৫ আগস্ট ২০১৯ সালের। সেটি সেটি পাকিস্তানের একটি মসজিদের ভিডিও। আসলে পাকিস্তানের সেই মসজিদে একজন পাগল নগ্ন হয়ে ঢুকে পড়ে এবং ‘মসজিদ এ খালিদ বিন ওলিদ’ নামক একটি মসজিদের চত্তর নোংরা করতে শুরু করে। স্থানীয় একজন সেটিকে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। আপলোডের তারিখ ২৫ আস্ট ২০১৯। সেই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে স্পষ্ট লেখা আছে যে একজন পাগল মসজিদে ঢুকে পড়ে।
উর্দুতে যা লেখা আছে সেটাই কপি করে দিলাম,
گلشن حدید فیز 2 ڈبل روڈ پر واقعے اہلحدیث مکتبہ فکر کی مسجد خالد بن ولید میں ایک ننگا شخص گھس گیا اور مسجد کا نقصان کیا شیشے توڑ پھوڑ کرنے کے بعد امام کی جگہ لیٹ گیا۔
অনুবাদঃ গুলশান-হাদীদ ফেজ 2 ডাবল রোডের আহলে হাদিস মক্তব-এ-ফিকরের খালিদ বিন ওয়ালিদ মসজিদে একটি নগ্ন ব্যক্তি প্রবেশ করে এবং মসজিদের কাঁচ ভাঙচুর করে এবং যেখানে ইমামের মুসাল্লায় (যেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান) শুয়ে পড়ে।
অর্থাৎ ভিডিওটি পাকিস্তানের ‘মসজিদ এ খালিদ বিন ওলিদ’ নামক একটি মসজিদের।
সেই মসজিদের গুগল ম্যাপ লিঙ্ক দেখুন। লিঙ্কঃ
https://www.google.com/maps/place/Jamia+Masjid+Khalid+Bin+Waleed/@23.9340355,67.7371484,7z/data=!4m19!1m13!4m12!1m4!2m2!1d72.5778432!2d23.0293504!4e1!1m6!1m2!1s0x3eb3333b63881fad:0xd21db942e3b707fa!2sJamia+Masjid+Khalid+Bin+Waleed,+Side+Rd,+Gulshan+e+Hadeed+Phase+2+Karachi,+Karachi+City,+Sindh,+Pakistan!2m2!1d67.3626525!2d24.8713282!3m4!1s0x3eb3333b63881fad:0xd21db942e3b707fa!8m2!3d24.8713282!4d67.3626525
এই ভিডিওটির ২১ সেকেন্ড পরেই দেখুন পাগল লোকটি মসজিদে ঢুকে তান্ডব চালাচ্ছে। অথচ আমাদের দেশের বেশ কয়েকটি মেইন স্ট্রীম মিডিয়ায় এটিকে ভারতের হাসপাতালের বলে চালানো হয়। বলা হয় তবলিগী জামাআতের লোকেরা নগ্ন হয়ে হাসপাতালের চত্তরে ঘুরে বেড়াচ্ছে।
২৩ আগস্ট ২০১৯ এ আপলোড করা অন্য একটি ভিডিও দাবী করা হয়েছে যে সেই নগ্ন এবং পাগল লোকটির শফীক আব্রা। তাকে পুলিশ গ্রেফতার করেছে। এবং সেই ভিডিওর ডিসক্রিপশনে দাবী করা হয়েছে যে পাগল লোকটি পুলিশ কমাণ্ডোর ছেলে এবং সে মানসিক ভাবে বিকলাঙ্গ। এই ভিডিওটিও পাকিস্তানের।
অথচ এই ভিডিওটাকেই কাট ছাঁট করে সোশাল মিডিয়া এবং কিছু মেইন স্ট্রীম মিডিয়ায় তবলিগী জামাআতের বলে দাবী করে শেয়ার করে এবং বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানী দেয়। এছাড়াও মিডিয়া যেভাবে প্রচার করে যে, জামাআতীরা কোয়ারেন্টিনের ফাঁকা জায়গায় নাকি পেশাব করে জায়গাগুলি নোংরা করে দিচ্ছিল তা সাহারানপুর পুলিশ খারিজ করে দেয়।
আমার আবেদন যে আদের দেশের ফ্যাসিবাদী শাসকের একচ্ছত্র গোলাম গোদী মিডিয়ার প্রোপাগাণ্ডা বিশ্বাস করে সাম্প্রদায়িক সসম্প্রীতি নষ্ট করবেন না। সাম্প্রদায়িক সসম্প্রীতি বজায় রাখুন।
‘নবজাগরণ’ অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর ফেসবুক পেজে লাইক করতে নিচের আইকনে ক্লিক করুন।