লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
নরাধম আমি,
রাত জেগে বসে আছি তোমার অপেক্ষায়,
চোখে মুখে লেগে আছে পাপী সম্ভোগের নেশা,
এসো বালিকা আমার থার্মোমিটার দিয়ে তোমার জরায়ুর জ্বর মাপি,
দেখি তার উষ্ণতায় আছে কত তৃষা।
দুঁদে গোয়েন্দা আমি,
তোমার শরীরের প্রতিটি ভাঁজে চলো ময়নাতদন্ত করি,
নিঙড়ে দেখি বেরিয়ে আসে কত অপ্রকাশিত কবিতার কাব্যরস,
তোমার স্ফীত বক্ষসন্ধীর চুড়ায়
কত কামাতুর নারীবিলাসী কবি করেছে পায়চারি,
কবিতার প্রতিটি অক্ষরে নিয়েছে রমণের সুখ,
তোমার শরীরকে করে সভ্যতার নগ্ন ক্যানভাস।
(18.02.2019/Monday)