লিখেছেনঃ শঙ্খচিল
তুমি আর আমি
দুজনেই চলেছিলাম দীর্ঘ এক পথ ধরে।
যেতে যেতে সামনে পড়ল এক পাহাড়,
অবাক হয়ে চেয়ে রইলে তুমি;
অবশেষে পাহাড় হয়ে গেলে।
আর আমি?
পাহাড়কে মুকুট বানিয়ে মাথায় দিয়ে চলতে লাগলাম,
দীর্ঘ এক পধ ধরে।
তুমি আর আমি
দু’জনেই চলেছিলাম দীর্ঘ এক পথ ধরে,
দেখতে দেখতে সূর্য উঠল আকাশে
সূর্যের দিকে চেয়ে থাকতে থাকতে অবশেষে
তুমিও সূর্য হয়ে গেলে!
আর আমি?
সূর্যকে আংটি বানিয়ে আঙুলে পরিয়ে গান গাইতে গাইতে
এগিয়ে চললাম ছায়াপথ পার হয়ে।
তুমি আর আমি
দু’জনেই চলেছিলাম দীর্ঘ এক পথ ধরে
চলতে চলতে সামনে পড়ল বিশাল এক সমুদ্র।
ম্যাজেলানের দৃষ্টিতে চেয়ে রইলে তুমি;
অবশেষে তুমিও সমুদ্র হয়ে গেলে!
আর আমি?
সাগরকে ‘রাফরাফ’ বানিয়ে দ্রুত গতিতে উড়ে চললাম
একের পর এক আসমান ভেদ করে।
তুমি আর আমি
দু’জনেই চলেছিলাম দীর্ঘ এক পথ ধরে,
সূর্য ডুবল।
তারায় তারায় ভরে উঠল আকাশ
অবাক হয়ে চেয়ে রইলে তুমি;
দেখতে তুমিও তারা হয়ে গেলে।
আর আমি?
তারগুলিকে একটা একটা করে কুড়িয়ে
তসবী গড়ে মহাকালের ডোরে গেঁথে ।
গুণতে গুণতে সিদরাতুল মুস্তাহা পার হয়ে গেলাম।
নতুন গতি, ২৬ জানুয়ারী, ২০১৫ সালে প্রকাশিত