লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
অ-নামিকা,
তুমি চিবিয়ে খেয়েছ আমার এই পাশবিক হৃদয়কে ছিঁড়ে,
একবারও মায়া জাগেনি যখন আমার হৃদয়ের রক্তে
তোমার ঐ মুখমণ্ডল লাল হয়ে চিবুক ভেসে গেছিল,
হৃদয়ের রক্তক্ষরণে দিন রাত যখন আমি কাতরাচ্ছিলাম
আর তুমি হারিয়ে গেলে নীলাভ আকাশের নিচে হাজার মানুষের ভীড়ে।
অ-নামিকা,
তুমি এক মায়ামৃগ,
যার পিছু পিছু ছুটে চলেছি আমি অনন্তকাল ধরে,
আমি সেই হৃদয় পাবার জন্য তোমাকে করছি তাড়া,
যার অস্তিত্ব তোমার সবুজ চাহনীতে বিলীন হয়ে গেছে,
আমি জানি সেই হৃদয় আর কোনদিন পাব না ফিরে।
রচনাকাঃ (11.02.2019 (Monday)