লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
হুয়াটস এপ সহ ফেসবুক ও আরও বিভিন্ন সোশাল মিডিয়ায় একটা লম্বা ম্যাসেজ ভাইরাল হচ্ছে যে জাপানের নোবেলজয়ী বিজ্ঞানী তাসুকু হোনজো বলেছেন যে করোনা ভাইরাস প্রাকৃতিক কোন ভাইরাস নয়, বরং এটা চিনে বানানো হয়েছে। এই ম্যাসেজের সাথে হোনজোর ইউকিপেডিয়ার একটা লিঙ্কও শেয়ার করা হচ্ছে।সেই ম্যাসেজের স্ক্রীন শটঃ
এই ফেইক ম্যাজেস শুধুমাত্র সোশাল মিডিয়াতেই নয় একটি নিউজ সংস্থাও এই দাবী করেছেন।সেই নিউজের লিঙ্ক হল,http://www.nayadigantajobs.com/article/13908?fbclid=IwAR2QN1yWWrozouj0yyuxixm8zwTXak8BpCuFWZcMKCWJMYeUNdLxjZ9Jc_sতাসুকু হোনজোর ব্যাপারে এখানে তিনটি কথা বলা হয়েছে,১। শোসাল মিডিয়ার পোষ্ট এবং উক্ত সাইটে লেখা হয়েছে তাসুকু হোনজো নাকি উক্ত কথাগুলো বলেছেন।২। তাসুকু হোনজোর চার বছর উহানের ল্যাবে কাজ করেছেন।৩। করোনা ভাইরাস চিন থেকে ছড়িয়েছে, চামচিকে থেকে সংক্রামণ হয়নি।অথচ তাসুকু হোনজো ব্যাপারে এই তিনটি দাবিই মিথ্যা। তার কারণ,১। তাসুকু হোনজো কখনোই এরকম বক্তব্য দেননি।গুগল সার্চ করে এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি যে তাসুকু হোনজো বলেছেন করোনা ভাইরাস মানুষ বানিয়েছেন। যদি মেডিসিনে নোবেল বিজেতা বিজ্ঞানী এরকম কোন দাবী করতেই তাহলে সারা পৃথিবীর মেইন স্ট্রীম মিডিয়া এটাকে ব্রেকিং নিউজ বানিয়ে টেলিকাস্ট করত। অথচ এরকম হয়নি।এছাড়াও ১০ এপ্রিল নিক্কেই এশিয়ান রিভিউ (Nikkei Ashian Review) একটি ইন্টারভিউয়ে হোনজোকে একটা প্রশ্ন করা হয়েছিল – “চিকিৎসাশাস্ত্র এত উন্নত হওয়া সত্ত্বেও করোনা মহামারীকে শেষ করতে সফল হচ্ছে না কেন?”উত্তরে তিনি বলেন, “বিগত ২০ বছরের তুলনায় চিকিৎসাশাস্ত্রে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। প্রত্যেক নতুন ভাইরাসের সাথে লড়াই করার জন্য নতুন রাস্তা খুঁজতে হয়। ফিজিস্ক এবং ক্যামেস্রিপর একটা সুত্রের মধ্যে চলে, কিন্তু বায়োলজি এমন একটি বিজ্ঞান যাতে ক্রমশ উন্নতি হচ্ছে। এবং এতে এমন কিছু বিষয় রয়েছে যা আমরা জানিনা। সেজন্য একটি নতুন ভাইরাস সারা পৃথিবীতে তাণ্ডব ফেলে দিয়েছে। বহু লোকের এটা শুনে আশ্চর্য হবে, তবুও এটাই সত্য। সংক্রামণের দ্বারা ছড়িয়ে যাওয়া রোগ ক্যান্সার থেকে ভিন্ন। সংক্রামণের দ্বারা ছড়িয়ে যাওয়া রোগ খুব দ্রুত লোকের কাছে পৌঁছে যায়।”সেই ইন্টারভিউয়ের লিঙ্কঃhttps://asia.nikkei.com/Editor-s-Picks/Interview/Nobel-laureate-says-central-command-a-must-to-beat-pandemics মিডিয়ার সাথে হওয়া এই ইন্টারভিউতে হোনজো একবারও বলেন নি যে করোনা ভাইরাস মানুষ বানিয়েছে।২৫ এপ্রিল নিউজমিটার (Newsmeter) হোনজোর ই-মেইল স্টেটমেন্ট এর সাথে ফ্যাক্ট চেক রিপোর্ট প্রকাশ করেছে যে, “যখন নিউজ মিটার প্রোফেসার হোনজোর সাথে যোগাযোগ করে, তখন হোনজোর ব্যাপারে যা কিছু প্রচার করা হয়েছে সেই সমস্ত দাবী তিনি খারিজ করে দেন। একটি ই-মেইলে প্রফেসারারের অধীনে রিসার্চ করছে এমন এক পিএইচডির ছাত্র বলে, প্রফেসার হোনজো এমন কোন স্টেটমেন্ট দেননি। সেই পোষ্টের সবই মিথ্যা। সত্যের সাথে কোন সম্পর্ক নেই।”লিঙ্কঃ https://newsmeter.in/fact-check-did-japans-nobel-laureate-professor-say-covid-19-is-man-made-virus/২। তাসুকু হোনজো উহান ল্যাবে কখনোই কাজ করেন নি।Kyoto University Institute for Advanced Study ইউনিভার্সিটি এর ওয়েবসাইটের অনুযায়ী হোনজো সেখানে ডেপুটি জেনারেল ডাইরেকটার পদে রয়েছেন। নোবেল প্রাইজের ওয়েবসাইট অনুযায়ী ২০১৮ সালে হোনজোকে এবং জেমস এলিসনকে negative immune regulation এর মাধ্যমে ক্যান্সারের প্রতিশোধক আবিস্কারের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়।ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্কঃhttps://kuias.kyoto-u.ac.jp/e/profile/honjo/নোবেল কমিটির ওয়েবসাইট লিঙ্কঃhttps://www.nobelprize.org/prizes/medicine/2018/honjo/facts/KUIAS (Kyoto University Institute for Advanced Study) এর ওয়েবসাইটে ১৯৬৬ থেকে হোনজোর জীবনযাত্রার ঘটনাপঞ্জী রয়েছে। সেখানে কোথাও লেখা নেই যে তিনি উহানের ল্যাবরেটারী চার বছর কাজ করেছেন।লিঙ্কঃ https://kuias.kyoto-u.ac.jp/e/profile/honjo/ইউকিপেডিয়া লিঙ্কঃ https://en.m.wikipedia.org/wiki/Tasuku_Honjo ২৫ এপ্রিল নিউজমিটারকে মেইলে হোনজো পরিস্কার জানান যে তিনি কখনোই উহানের ল্যাবরেটারীতে কাজ করেন নি। নিউজমিটারের স্টেটমেন্ট লেখা হয়েছে যে, “তিনি সেখানে কখনোই কাজ করেন নি।”অর্থাৎ ভাইরাল ম্যাসেজে যা বলা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং মনগড়া।৩। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এব্যাপারে একমত যে কোভিড ১৯ (করোনা ভাইরাস) মানুষের দ্বারা বানানো নয়।“দি লেসেন্ট” – এ প্রকাশিত স্বাস্থ বিজ্ঞানীদের স্টেটমেন্ট অনুযায়ী স্পষ্ট বোঝা যায় যে করোনা ভাইরাস মানুষের বানানো ভাইরাস নয়।লিঙ্কঃ https://www.thelancet.com/action/showPdf?pii=S0140-6736%2820%2930418-9বিশ্বস্বাস্থ সংগঠন বলেছে যে, চামচিকে দ্বারা নোভেল করোনা ভাইরাস ছাড়ানোর কারণ হতে পারে এবং অবৈধভাবে কালোবাজারী করা পেঙ্গুইন ইন্টারমিডিয়েরী হোস্ট” হতে পারে।লিঙ্ক ১ঃhttps://www.who.int/docs/default-source/coronaviruse/situation-reports/20200221-sitrep-32-covid-19.pdf?sfvrsn=4802d089_2লিঙ্ক ২ঃhttps://www.who.int/docs/default-source/coronaviruse/transcripts/who-audio-emergencies-coronavirus-press-conference-full-28feb2020.pdf?sfvrsn=13eeb6a4_2যদিও ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম দ্বারা জারি করা আপডেট অনুসারে, “প্রথমদিকে বিজ্ঞানী মনে হয়েছিল যে এই ভাইরাস চামচিকের মাধ্যমে পরে পেঙ্গুইনের শরীরে প্রবেশ ঘটেছিলে। তবে জীনোমিক তুলনা বলছে যে SARS-CoV-2 এর দুটি ভিন্ন ভাইরাসের পুণর্মিশ্রণ। অর্থাৎ এই ভাইরাসের আসন উৎস এখনো জানা যায়নি।”লিঙ্কঃhttps://www.weforum.org/agenda/2020/03/coronavirus-origins-genome-analysis-covid19-data-science-bats-pangolinsসুতরাং জাপানের নোবেল বিজয়ী বিজ্ঞানী তাসুকু হোনজোর ব্যাপারে যা কিছু দাবী করা হচ্ছে তা মিথ্যা এবং মনগড়া।তত্যসূত্রঃ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট মুহাম্মাদ আব্দুল আলিমশালজোড়, বীরভূম (পঃবঃ)
অর্ণব গোস্বামীর উপর কংগ্রেসী তথাকথিত হামলা কতটুকু সত্য?
‘নবজাগরণ’ অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর ফেসবুক পেজে লাইক করতে নিচের আইকনে ক্লিক করুন।