আমি চিরকাল একটা সত্যিকারের “তুই”-এর
সন্ধানে হাতরে বেরিয়েছি সারা পৃথিবী।
এদেশ ওদেশ দূর তেপান্তরে গেছি
সত্যিকারের একটা “তুই” এর খোঁজে।
যে কোনোদিন “তুমি” বা “আপনি” গুলোর ভিড়ে
একলা ফেলে হারিয়ে যাবে না কখনো।
আমি ঠিক সেরকম একটা “তুই” চেয়েছিলাম।
যে জানবে আমার “গোপন আমি” কে
যে জানবে আমার সব দোষ, ত্রুটি, আমার
ভালোলাগা, মন্দ লাগা, আমার বদমাইশি,
আমার নোংরামি, আমার কলঙ্ক সব কিছুকে।
যে আমার ভুল গুলোকে শুধরে নিয়ে
আমাকে আপন করে কাছে টেনে নেবে।
আমার খারাপ কাজ গুলোর
অর্ধেক ভাগীদার করে নেবে নিজেকে।
আমি ঠিক এইরকমই একটা “তুই” চেয়েছিলাম।
যে “তুমি” বা “আপনি” গুলোর ভিড়ে
একলা ফেলে হারিয়ে যাবে না কখনো।
যাকে নির্দ্বিধায় আমার দুঃখ, কষ্ট,
অসহায়ত্বের বয়ে আনা স্মৃতিগুলি
তাকে উপহার স্বরূপ তুলে দিতে পারবো।
আমার একাকিত্ব,আমার অপারগতা,
আমার অসুস্থতা, সমস্ত পরিস্থিতিতে
ঢাল হয়ে যে আটকে ফেলবে সমস্ত তীর।
আমি ঠিক এরকমই একটা “তুই” চেয়েছিলাম।
যে “তুমি” বা আপনি গুলোর ভিড়ে
একলা ফেলে হারিয়ে যাবেনা কখনো।
ধন্যবাদ জানায় মহান ঈশ্বরকে,
আজ আমি আমার ইপ্সিত অভিলাষ
সেই সত্যিকারের “তুই” এর সন্ধান পেয়েছি।
যে জেনেছে আমার আমিকে,
চিনে নিয়েছে আমার অন্তরাত্মা,
ভাগ করে নিয়েছে আমার দুঃখ, কষ্ট, বেদনা,
আমার কলঙ্কের বোঝা বোয়ে নিয়ে গিয়ে
দূর মাঝ সমুদ্রে বিসর্জন করেছে সে।
আমার একাকিত্বের মুহূর্ত গুলোকে
ভরিয়ে দিয়েছে সুর – ছন্দের মূর্ছনায়।
আমার অসহায়তা, আমার অপারগতা,
নিগীটিভ চিন্তা গুলোকে ছুড়ে ফেলেছে সে
কোনো এক অজানা গলির অস্তাকুরোয়।
আমাকে করেছে প্রানবন্ত ও সজীব একজন।
“নীলাঞ্জনা” তুই – ই আমার সেই ইপ্সিত “তুই”
যে আমাকে কোনোদিন হারাবে না
সেই “তুমি” বা “আপনি” গুলোর ভিড়ে।
উৎসর্গ – নীলাঞ্জনা (তুই)
রচনাকাল -২৬/০৯/২০২১, রাত্রি ১১:২১
স্থান – স্কুল বাগান ( মেস বাড়ি)
‘নবজাগরণ’ অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিচের আইকনে ক্লিক করুন।
‘নবজাগরণ’ এর ফেসবুক পেজে লাইক করতে নিচের আইকনে ক্লিক করুন।