লিখেছেনঃ সুস্মিতা ঘোষ
যদি বলি আমি হতে চাই তোমার প্রেমিকা…?
যদি হতে চাই তোমারই সঙ্গিনী……
তুমি কি নেবে আমায় তোমার কাছে টেনে?
যদি হতে চাই তোমার পথের সাথী?
তুমি নেবে কি তোমার সাথে???
না ,, আমি চাইনি তোমার দেহজ মিলন
চাইনি তোমার স্পর্শ,তোমার ছোয়া…
শুধু চেয়েছি তোমার প্রেমিকা হতে…
আর চেয়েছি তোমার অস্তিত্বতা আমার জীবন সাগরে…।।
ঠিক যেমন ভাবে রোজ নতুন সূর্য ওঠে
নতুন দিনের সূচনা নিয়ে নতুন আশায়
বুক বাঁধে পৃথিবী,আমিও ঠিক তেমন ভাবে
প্রত্যেকটা দিন তোমায় পেতে চাই নতুন করে,
না,অন্য কোনো বন্ধনে আবদ্ধ করতে নয়,
আমি শুধুই চাই তোমার প্রেমিকা হতে,,
হ্যাঁ প্রেমিকা হতে…!!
এই জন্মে নাহয় হলনা মিলন,কিন্তু পরের জন্মে?
তারও পরে আরো পরে বাকি সতজন্মে ??
যদি আবারো সাক্ষাৎ ঘটে?? তখন??
তখন নেবেতো আমায় আপন করে..??
নাকি আবারও অচেনার ভিড়ে হারিয়ে ফেলবে
চলে যাবে আমকে আবার একলা করে??
নাকি এক চিলতে সিঁদুর সিঁথি তে তুলে দিয়ে
রাঙিয়ে দেবে আমার চির স্বপ্ন গুলো কে…?
করবে তোমার সঙ্গিনী তোমার সাথের সাথী
পূর্ণ করবে আমার একান্ত আখাঙ্খা গুলো কে!!
করবে কি তোমার গর্বে গরবিনী,তোমার অর্ধাঙ্গিনী আমাকে?????????
আরও পড়ুন