লিখেছেনঃ আবদুস সালাম
চিন্তার সূত্র ধরে বেঁচে আছি
মনে পড়ে বিশেষ সূচিত দিন
মহতী সভা হবে;
পাড়া মহল্লা মাতবে বক্সের চৈতালি বাদুলে ঢঙে
কৃষ্ণচূড়ার লাল বিছানো পথে
সুগন্ধি ধূপের মতো পুড়ে বিলাচ্ছো সুবাস
জাগতিক স্নিগ্ধতা ভেজায়নি পথ
কাকুরে পথে স্বপ্নের পুঁটুলি নিয়ে নিঃশব্দে আনাগোনা
নপুংসক স্থবিরতায় নিমজ্জিত সমাজ
সীমাহীন আকুতিগুলো কলমের ডগায় সমাসীন
প্রতিবাদী মনন রক্ত চক্ষুর শাসন মানেনি
সাম্যবাদের দিগন্তে সম্মানিত সূর্যের রশ্মিকে
উপনিবেশের বদ্ধ খাঁচায় বিচ্ছুরণ এনেছ
প্রেমের পাঠশালায় তালিম নিয়ে
দুই মেরুর অসাধ্য সমীকরণ, চেষ্টা করেছ মেলাবার
রক্তাক্ত পথে হেঁটে হেঁটে গেয়েছে প্রেমের গান
নিমাই-এর নির্দেশিত পথে…
প্রতিভার দীর্ঘ হাত প্রসারিত করেছ মানবতা হীন দিগন্তে
নিঃশব্দ প্রহর নিয়ে নিয়তি রুখেছে পথ
নিরুত্তেজ মানুষের প্রেম—কট-দষ্ট ফল
উত্তেজিত শপথের উদাসীন মেঘমালা আকাশে
গঞ্জনার লোনাধরা প্রাসাদ পড়ল মুখ থুবড়ে
রক্তাক্ত পায়ে বেশি দিন সম্ভব হয়নি হাঁটা
মৌনব্রত গ্রাস করল জাগতিক উল্লাস
রুদ্ধ হল কলমের বেগবান গতি
নিন্দুকের গলার স্বর গেল থেমে
বিবেকহীন মৃত্য ক্ৰমে টানল চিরশান্তির বিছানায়
হে মহামহিম পারলে ক্ষমিও অভাগাদের
যারা তোমার কবিতা গানে আসর মাতায়
পূস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধায় হয় অবনত…