লিখেছেনঃ সুস্মিতা ঘোষ
বড্ড ইচ্ছে করে…
হ্যাঁ মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে জানতে….,,
আমি কে???
তুই যাকে চিনিয়ে ছিলিস……
আমি সে???
নাকি আমি যাকে এত দিন ধরে চিনে
এসেছি,আমি সে???
মাঝে মাঝে সত্যি বড্ড ইচ্ছে করে জানতে,,…
আমি কে??
যে আমি এতদিন তোকে ভালো বেসেছি
আমি কি সেই???
নাকি যাকে তুই মিথ্যে অপবাদ দিয়ে ছেড়ে গেলি
আমি সে???
যে মেয়েটির তোর গলার আওয়াজ না শুনলে
দিন গুলো নিস্তেজ হয়ে যেত,,
তোর ম্যাসেজ না পেলে, তার মন আন্মন হয়ে যেত,তোকে চোখের দেখা একবার না দেখলে তার চোখ দুটো চাতক পাখির মতো চেয়ে থাকতো,,আমি কি সে???
নাকি তুই যে “বেইমান” এর শিরোপা দিলি
আমি সেই??
আরও বড্ড বেশী জানতে ইচ্ছে করে..
কি খামতি ছিলো আমার ভালোবাসায়??
আমি কি সত্যিই তোর অপরাধী???
নাকি আজ নতুন মানুষ আমার থেকেও বেশি দামী ,,তাই… আমি তোর অপরাধী??
কোনটা???
আজ সত্যি সত্যিই আমি জানতে চাই
কে আমি???
আমি কে??????
সুস্মিতা ঘোষের অন্য একটি কবিতা ‘আমার আমি’