লিখেছেনঃ সুস্মিতা ঘোষ
চক্ষু মেলিয়া দেখিতে চাইলাম তারে
যে ছিলো মোর হৃদয় অন্তরালে
মেলিতে চ্ক্ষু ভঙ্গিল ক্ষণিকে ভ্রম
সে ছিলো কেবল আমার স্বপন।।
রচিয়া ছিলাম যারে কল্পনার রঙে
যে ছিলো কেবলই আমার সনে
যে ছিলো সেই দিগন্তের নীলিমা
যে ছিলো প্রকৃতির শুভ্রা ললনা
যারে দেখা যাই মনের গহনে।।
ভাবিতে গিয়া দেখিলাম আমি
সে তো আমারই অন্তরাত্মা
যে আমার মনেরই কোঠরে বসে
রোচিয়া চলেছে আমারই আমাকে
সে যে আমারই আমি অন্য সত্ত্বা।।