লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
জানো কবিতা?
ভাবছি আমি তোমাকে নিয়ে লিখব
অসাধারণ এক প্রেমের কবিতা,
ছন্দ আর জটিল শব্দচয়নের ব্যঞ্জনে
তোমাকে করে তুলব অপরুপ লাবন্যময়ী,
যে আবৃত্তি করবে তোমাকে তার সুমধুর কণ্ঠ দিয়ে,
তার চোখে মুখে ভেসে উঠবে
তোমার হরিণের মত মায়াবী চোখ,
সেই মায়াবী চাহনিতে প্রতিফলিত হবে
আমার কলমের ক্ষরিত রক্ত।
রচনাকালঃ (02.01.2019 (Wednesday)
নবজাগরণ (ষাণ্মাসিক) – জীবনানন্দ ১২৫ তম জন্ম সংখ্যা – মননশীল সাহিত্য পত্রিকা




