লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
বসন্ত ঋতুর স্নিগ্ধ নরম রোদের আলোর মত ভরা চাহনী তোমার,
আর তোমার শরীরখানা দেখলে মনে হয়
চিরকাল রাজত্ব করে ফাগুন মাস,
তোমার ঐ পূর্ণাঙ্গ অবয়ব দেখলে মনে হয়
আরব্য রজনীর উপন্যাসের সামুদ্রিক জলদস্যুদের পরাজিত করা
কোন অসীম সাহসী নাবিক,
যার খঞ্জরের আঘাতে পড়ে রয়েছে
সহস্র নীল অন্ধকারের অতৃপ্ত আত্মার মৃতদেহ,
যেগুলি এখনো প্রাগৈতিহাসিক।
রচনাকালঃ (12.02.2019/Twesday)
নবজাগরণ (ষাণ্মাসিক) – জীবনানন্দ ১২৫ তম জন্ম সংখ্যা – মননশীল সাহিত্য পত্রিকা




