লিখেছেনঃ সুস্মিতা ঘোষ
তুমি এসেছিলে…..
একদিন আমার হিজিবিজি লেখা
ডায়ারির সাদা পাতায়,,
আমার জীবনের সুন্দরতম “অংশ” হয়ে।
তুমি এসেছিলে……
গ্রীষ্মের সেই দাবদাহে উষ্ণ বাতাসে,,
একটুখানি “শীতল” স্পর্শ নিয়ে।
তুমি এসেছিলে…..
বর্ষার শাঙন মুখরিত অঝোর ধরার দিনে,,
আমার আবরণ স্বরূপ “বর্সাতি” হয়ে।
তুমি এসেছিলে……
শরৎ এর মায়াময় শ্যামল পরিবেশে,,
আমার মরুময় জীবনে “যৌবনের ডালি” নিয়ে।
তুমি এসেছিলে……
হেমন্তের গোধূলি দিনে পড়ন্ত বেলায় ,,
একগোছা সোনার রঙন করা “চাপা” হয়ে।
তুমি এসেছিলে……
শীতের সেই হিমেল প্রকৃতিতে আমায়
উষ্ণ ছোয়া দিতে, “আগুন” হয়ে।
তুমি এসেছিলে…….
বসন্তের সেই রঙিন দিনে ছোট্ট একটা “কোকিল” হয়ে সেই সুন্দর সকালে,,
এসেছিলে “আবির” হয়ে আমার জীবনকে
শত রঙে রাঙাতে।।
সেদিন কেবল পৃথিবীময়ই পরিবর্তনের স্বাদ অনুভব করেনি,,
সেই পরিবর্তনের ছোয়া আমার প্রানেও জেগেছিল……..,,
জাগিয়েছিল আমার অপর এক সত্ত্বাকে,,
জন্ম নিয়েছিল এক নতুন আমি।
গ্রীষ্মের প্রখর উষ্ণতায়,হেমন্তের নব স্পর্শে,শীতের দখিনা বাতাসে,বসন্তের আগুন পলাশের ছোয়া পেয়ে,,
সেদিন বসুধাই শুধু অনন্বায়ীত হয় নি,,
আমার জীবনও অলঙ্কারিত হয়েছিল সেদিন।।
তারপর হঠাৎ একদিন কালবৈশাখীর মতো আমার সবকিছুকে তছনছ করে দিয়ে
তুমি চলে গেলে ,,
দূরে…বহুদূরে….
আমার অজানা কোনো এক দেশান্তরে।
সব রঙ মুছে দিয়ে আমায় উপহার দিলে
সাদাটে জীবন।।
জানো ফেলে আসা সেই দিনগুলো
আজওমনে পরে,,
অনুভব করি তোমার সেইপ্রথম স্পর্শ,,
অনুভব করি তোমার সেই প্রথম ছোয়া,,
আমার প্রতিটি শিরায় শিরায়,,
আমার প্রতিটি কনায় কনায়।
দূরে গেলেও আজও তুমি রয়ে গেছো
রয়ে গেছে তোমার স্মৃতি……
আমার সেইই হিজিবিজি লেখা ডাইরির মাঝখানে “চ্যাপ্টা বাদামী গোলাপ” হয়ে!!!!!
রচনা কাল: ২৭ জুলাই,২০২০
রাত্রি ১০:৪৬
পড়ুন সুস্মিতা ঘোষের আরও তিনটি কবিতা