মুহম্মদ ইউসুফ সিদ্দিক বর্ত্তমানে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের অতিথি অধ্যাপক। ইতিপূর্বে তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জায়েদ বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির অধ্যাপক ছিলেন। ১৯৯১–৯২ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ভিজিটিং ফেলো ছিলেন। তাঁর গবেষণা জীবনের একটা বড় অংশ কাটে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৭-৯১ সময়কালে তিনি আগাখান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচারে (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ও ম্যাসাচুসেটস ইন্সটিটিয়ুট অব টেকনোলোজি [MIT]) পোস্ট ডক্টরাল রিসার্চার ও ফেলো ছিলেন।
অধ্যাপক সিদ্দিক সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে বাংলা, ইংরেজি, আরবী ও উর্দুতে বিস্তর লিখেছেন, যার মধ্যে আছে এনসাইক্লোপিডিয়া অব ইসলাম এর প্রায় এক ডজন ভুক্তি এবং নানা আন্তর্জাতিক পত্র-পত্রিকায় লেখা বহুবিধ প্রবন্ধাদি। তাঁর বেশ কিছু লেখা প্রকাশ পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মুকারনাস (১৯৯০), বুলেটিন অব দি স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (২০০৫), এবং অক্সফোর্ড জার্নাল অব ইসলামিক স্টাডিজ (২০০৯) ইত্যাদি জার্নালগুলোতে। তাঁর এক অসামান্য কর্ম হল এপিগ্রাফি অ্যান্ড ইসলামিক কালচার: ইনস্ক্রিপশনস অব দি আর্লি মুসলিম রুলারস অব বেঙ্গল ১২০৫-১৪৯৪ (যুক্তরাজ্য: রুটলেজ, ২০১৬), যাতে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলের প্রত্নলেখমালার সহায়তায় বাংলার সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় রূপান্তরের ভেতরের গতিবিধি বিশ্লেষণ করা হয়েছে। আরবী, উর্দু ও বাংলায় তিনি আরও বহু গ্রন্থের রচয়িতা, যথা: রিহলা মা’আ ’ল-নুকূশ আল-কিতাবিয়্যাহ ফী আল-বাঙ্গাল দামেশক: দার আল-ফিকর, ২০০৪, (লায়লা মুসাজাদেহ কর্তৃক ফার্সীতে অনূদিত, কাতিবাহহা, তেহরান: কেল্ক সিমিন, ২০০৪) ও মাশরিক মে ইসলামী তাহজীব কে আসার: বাঙ্গাল মে আরবী ওয়া ফার্সী কাতবাত, (NUST, ২০১৩), হিস্টরিকাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্টস অব দি ইসলামিক ইনস্ক্রিপশনস: এ রিফ্লেক্টিভ স্টাডি অব সাম নিউ এপিগ্রাফিক ডিসকভারিজ (ICSBA, ২০০৯), এবং অ্যারাবিক অ্যান্ড পার্শিয়ান ইনস্ক্রিপশনস অব বেঙ্গল (ICSBA, ২০১৭)। তিনি ‘বাণী’ নামক পল্লী উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরিচালক, যা গ্রাম বাংলার দারিদ্র্য কবলিত এলাকাসমূহে সামাজিক ও সেবামুলক ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করেছে।
'Nobojagaran' is a website of its kind where you can gather knowledge on all the unknown facts of the world. We human beings always have a thirst for knowledge. Nobojagaran takes its first steps to quench this thirst of ours. We are now in the era of digital world, where we get almost anything online. So how about a bit of knowlyfrom online?
©Nobojagaran 2020 | Designed & Developed with ❤️ by Adozeal