আমার কাছে তুমি প্রাচীন সিন্ধু সভ্যতার
মৃত এক বিধ্বস্ত নগরী,
তোমার বুকে নতুন করে
আর কোন সাম্রাজ্য স্থাপন করতে চাই না,
আমি আর আহ্বান করতে চাই না
কোন দেবরাজ ইন্দ্রকে,
আমি চাই না পুনরাবৃত্তি ঘটুক
‘পুরন্দর’ নগরীর ধ্বংসের ইতিহাস।
আমি সাম্রাজ্য স্থাপন করব
আর হানাদারী আর্যদের
আক্রমণের লক্ষ্যবস্তু হবে তুমি,
আমি কখনোই চাই না
এমন কোন শতাব্দীকালব্যাপী রক্তক্ষয়ী সংঘাত।
রচনাকালঃ (01.09.2019/Sunday)
নবজাগরণ (ষাণ্মাসিক) – জীবনানন্দ ১২৫ তম জন্ম সংখ্যা – মননশীল সাহিত্য পত্রিকা




