লিখেছেনঃ মুহাম্মাদ আব্দুল আলিম
আমার মনের ক্রান্তীয় পাতাঝরা বনভূমির দেশে
সেই বিলুপ্ত ব্যাবিলন সভ্যতার যুগ থেকে
শুরু হয়েছিল পৌরাণিক অনিন্দ্যসুন্দরী অপ্সরাদের আনাগোনা,
হাজার উর্বশী, মেনকা, রম্ভা ও তিলোত্তমার ভীড়ে
আমি শুধু তোমাকেই চেয়েছিলাম,
কিন্তু আমার আবেদনে তুমি আজও সাড়া দিলেনা।
সেই সহস্র বিলিয়ন বছর আগের ওলিগোসীন যুগ থেকে
আমার প্রেম জীবাশ্মের মত টিকে আছে
কোনও এক সুপ্রাচীন পাললিক শিলার অভ্যন্তরে,
এরপর তার উপর দিয়ে অতিবাহিত হয়েছে
কত শত নদী মাতৃক সভ্যতা,
কত রাজা, মহারাজা, বাদশাহ, শাহেনশাহ গড়েছে সাম্রাজ্য,
কত খুনোখুনি,
কত রাহাজানি,
কত শাসকের রক্তে সে শিলা হয়েছে লাল,
আমার প্রেম দেখে এসেছে হাজার সভ্যতার রক্তক্ষয়ী উন্মত্ততা।
আমার মনের
এই উন্মত্ততার মাঝেও আমার প্রেমে তো কোন কমতি ছিলনা,
কিন্তু হায়!
আমার আবেদনে তুমি আজও সাড়া দিলেনা।
রচনাকালঃ (13.02.2019/Wednesday)