জোনাকি এসেছিল আজ রাতে মোর আলয়ে
আলোতে ভরিয়ে দিল মুছে সব কালোকে।
জ্বলজ্বল করে তার আলোকের ছটাতে
মুছে গেল গ্লানি যত মোর এক নিমিষে।
চারিদিকে শুধু দেখি আলোকের ঝর্না
কোথা পেলে এত আলো আমকেও বলোনা?
কে দিল রূপ এত আলোকের ধারাতে?
চুপি চুপি বলো আমায় আমারিই কানেতে।
নাহি জানি সেথা কবে যেতে হবে কোন পথে,
তুমি কি আমাকে তবে সেই পথ দেখাবে?
আমিও যে চাই এমন আলোকের বর্ণা,
ঝড়াতে চাই তোমার মত আলোকের বন্যা!
রচনা কাল – ৯ জুন ২০২০, রাত্রি ১১:১৫