- Version
- Download 62
- File Size 7.60 MB
- File Count 1
- Create Date February 19, 2024
- Last Updated February 19, 2024
নবজাগরণ (ষাণ্মাসিক) - জীবনানন্দ ১২৫ তম জন্ম সংখ্যা - মননশীল সাহিত্য পত্রিকা
‘নবজাগরণ’ এর অনলাইন পোর্টাল শুরু করেছিলাম ২০২০ সালে। ঠিক কোভিড লকডাউনের সময়। এরপর অতিক্রম হয়েছে দীর্ঘ তিন বছর। দেশে বিদেশের বহু পাঠকের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে ‘নবজাগরণ’-এর অনলাইন পোর্টাল। মনের মধ্যে ইচ্ছা ছিল এটাকে ম্যাগাজিন আকারে প্রকাশ করা। সেই ইচ্ছাকে পাথেয় করে শুরু হল ‘নবজাগরণ’ এর ই-ম্যাগাজিনের জয়যাত্রা। আশা করি অনলাইন পোর্টালের মতো এই ই-ম্যাগাজিনটিও পাঠকের সমান ভালোবাসায় সমৃদ্ধ হবে।
১৭ ফেব্রুয়ারি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম সংখ্যাটি জীবনানন্দের ১২৫ তম জন্মসংখ্যা হিসেবে প্রকাশ করব। আনন্দের বিষয় হল আগামী ২৪ মে ২০২৪ সালে কাজি নজরুল ইসলামেরও ১২৫তম জন্মজয়ন্তী। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবনানন্দের ১২৫ তম জন্মসংখ্যার ঠিক পরের সংখ্যাটি হবে নজরুলের ১২৫ তম জন্মসংখ্যা।
আরও আনন্দের বিষয় হল আমরা এই ই-ম্যাগাজিন সংখ্যাগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করব। আপনারা এই সংখ্যাগুলি গুগল প্লে স্টোরেও পড়তে পারবেন।
ধন্যবাদ
সম্পাদক
মুহাম্মাদ আব্দুল আলিম